সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৭

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মালামাল ও আসবাবপত্র পুড়ছে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। সহযোগিতা করছে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে চারটার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেড অফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

পুড়ছে মালামাল ও আসবাব, ক্ষয়ক্ষতির আশঙ্কা

ভোর চারটা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাত তিনটা ৪৩ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান। তাৎক্ষণিকভাবে তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও দুটি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।’

জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেক দোকানদার সেখানে উপস্থিত ছিলেন না। তবে অগ্নিকাণ্ডের খবর পেয়ে যারা মার্কেটে উপস্থিত হয়েছেন তারা অগ্নিকাণ্ড থেকে তাদের মালামাল বাঁচানোর শেষ চেষ্টা করে যাচ্ছেন।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, সেখানে কী ধরনের দাহ্য পদার্থ রয়েছে তা এখনও বলা যাচ্ছে না। উল্লেখ্য যে, দাহ্য পদার্থ সম্পর্কে ধারণা পেলে আগুন নেভাতে সুবিধা হবে ফায়ার সার্ভিসের।

সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানিয়েছেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়তে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

এদিকে আগুনের প্রকৃত কারণ ও হতাহতের খবর এখনও পর্যন্ত আসেনি।

 

ইত্তেফাক/এমএএম/এইচএ

এ সম্পর্কিত আরও পড়ুন