এবারের এশিয়া কাপের স্বাগতিক কাগজে-কলমে পাকিস্তান থাকলেও প্রকৃতপক্ষে খেলা হচ্ছে শ্রীলঙ্কার কলম্বোতে। বলতে গেলে আজ বৃহস্পতিবার দুই স্বাগতিকের লড়াই হবে। তবে খেলাটি যেতে প্রেমাদাসায় হচ্ছে, তাই গ্যালারি যে লঙ্কার সঙ্গেই থাকবে- সেটি নিশ্চিতভাবেই বলা যায়।
সেই সঙ্গে মাঠের হিসাবটা স্পষ্ট। এশিয়া কাপের সুপার ফোর পর্বে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচে আজ যার জয় হবে, আগামী রোববার ভারতের বিপক্ষে ফাইনালে সেই মুখোমুখি হবে। তবে ম্যাচের হিসাবটা সম্ভবত এতো সহজে হচ্ছে না।
‘এই দুই পেসার হলো আমাদের সম্পদ’
- পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)
এমনিতেই র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা বাবর আজমরা ৮ নম্বরে থাকা দাসুন শানাকাদের চেয়ে যথেষ্ট এগিয়ে। তাছাড়া দলের পেস শক্তি নিয়ে পাকিস্তান যথেষ্ট আত্মবিশ্বাসীও।
কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে তাদের এখানেই। কাঁধের চোটে এশিয়া কাপ থেকেই ছিটকে গেছেন নাসিম শাহ। তার বদলে আজ দেখা যেতে পারে জামাল খানকে। আরেক পেসার হারিস রউফেরও রয়েছে ইনজুরি। আশার কথা হলো, এখনও স্কোয়াডে রয়েছেন রউফ। এই দুজনের একসঙ্গে ইনজুরি প্রসঙ্গে এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘এই দুই পেসার হলো আমাদের সম্পদ।’
শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে জয় পেয়েছিল সেই ২০১৫ সালে কার্ডিফে। তাই পরিসংখ্যান আর ইতিহাস পাকিস্তানের সঙ্গেই থাকছে। এখন প্রেমাদাসার পিচ কার সঙ্গে থাকে, সেটাই দেখার। কেননা, এই মাঠে সুপার ফোরের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ভারত সাড়ে তিনশর ওপর রান তুলেছিল। এবার সেই ভারতকেই শ্রীলঙ্কা তাদের স্পিন ছোবলে ২১৩ রানে অলআউট করে দেয়। আবার সেই ভারতই তাদের পেস ও স্পিন দিয়ে ১৭২ রানের মধ্যে গুটিয়ে দেয়। অর্থাৎ রহস্যঘেরা প্রেমাদাসার পিচে সবকিছুই সম্ভব।