জাতীয় দলের নির্ভরতার নাম হয়ে উঠেছিলেন তাওহীদ হৃদয়। এশিয়া কাপের প্রথম তিন ম্যাচে ব্যর্থ হয়েছিল এই ব্যাটার। তবে চতুর্থ ম্যাচে অসাধারণ এক ইনিংস খেলেছেন তিনি।
কয়েক ম্যাচ বাজে খেলার জন্য অফ ফর্মে চলে গিয়েছিলেন এমনটা মানতে নারাজ হৃদয়। সবারই উত্থান-পতন আছে এমনটা বিশ্বাস করেন তার। তিনি বলেন, ‘আপস এন্ড ডাউন যেটা বলছেন বা যেটা সবাই বলছে। প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা খেলোয়াড় ভালো খেলে না এটাই স্বাভাবিক। একটা দুটা ম্যাচে রান করিনি, এর মানে একদম অফ ফর্মে চলে গেলাম, ব্যাপারটা এমনও না। আমার মনে হয় এখানে বোঝার ভুল আছে। কিন্তু আমার দল থেকে কোচদের কিংবা খেলোয়াড়দের থেকে কারো এরকম অনুভব হয়নি, আমি এরকম অবস্থায় আছি।’
এশিয়া কাপের আশা শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের। তবুও ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সিরিয়াস হৃদয়। তিনি আরও বলেন, ‘আমি মনে করি প্রতিটা আন্তর্জাতিক ম্যাচই গুরুত্বপূর্ণ, প্রতিটি খেলোয়াড়ের জন্য। এটা বিশ্বকাপ বা এশিয়া কাপ বলেই না, প্রত্যেকটা ম্যাচই একজন খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ।’