রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উত্তর কোরীয় নেতা কিম জং উনের অস্ত্র চুক্তির বিষয়ে সতর্ক করেছে জাপান। জাপান বলেছে, এ ধরনের চুক্তি জাতিসংঘের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। খবর এএফপি’র।
জাপানের নয়া পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া সাংবাদিকদের বলেছেন, ‘আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার সব ধরনের অস্ত্র-সম্পর্কিত সরঞ্জামের ওপর নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে পারে।’
কামিকাওয়া বলেছেন, ব্যাপক জল্পনা চলছে ইউক্রেন যুদ্ধে পুতিন উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র চাইছেন যুদ্ধে ব্যবহারের জন্য। ইউক্রেনে রুশ আগ্রাসন মেনে নেয়া যায় না।’
জাপানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘জাপান তৃতীয় পক্ষকে অস্ত্র সরবরাহ করে রুশ বাহিনীকে সমর্থন না দেয়ার আহ্বান জানিয়েছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে এ সম্পর্কিত কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছি।’