শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এস আলমের বিষয়ে বিচারপতি ইনায়েতুর রহিম

দুর্নীতির তথ্য পেলে গণমাধ্যম রিপোর্ট করবে, নিষেধাজ্ঞার সুযোগ কোথায়?

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৫

আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেছেন, দুর্নীতির তথ্য পেলে গণমাধ্যম রিপোর্ট করবে সেটাই স্বাভাবিক। এখানে নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ কোথায়? তবে প্রকাশিত রিপোর্ট সত্য না মিথ্যা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত কিনা সেটা বিচার করার জন্য সুনিদ্দিষ্ট আইন রয়েছে। তিনি বলেন, গণমাধ্যম কি রিপোর্ট করবে, কি রিপোর্ট করবে না সেক্ষেত্রে কি কোন নিষেধাজ্ঞা দেওয়া যায়? যায় না। তবে সবারই নীতিমালা মেনে চলা উচিৎ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের বিদেশে সম্পদের বিষয়ে সংবাদ, বিবৃতি, মতামত ও অনলাইনে কোনো রিপোর্ট ও ভিডিও প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এস আলমের কৌসুলি ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি আদালতে বলেন, এস আলমের বিষয়ে একটা অভিযোগ এসেছে। যেটা একটা বিরোধপূর্ণ বিষয়। আমাদের মনে হচ্ছে এস আলম নিয়ে একটা মিডিয়া-ট্রায়াল হচ্ছে। এখন আমার বক্তব্য হলো, মিডিয়া ট্রায়াল চলবে না কোর্টের ট্রায়াল চলবে।

এ পর্যায়ে বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, সবাই আমরা মিডিয়া ট্রায়ালের শিকার। রায় পক্ষে গেলে ঐতিহাসিক, বিপক্ষে গেলে ফরমায়েশি এমনটাই দেখে আসছি। কোন রায় বা আদেশ দিলে একেক পক্ষে একেক রকম ব্যাখা দিয়ে থাকেন বিভিন্ন মাধ্যমে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা অসহায় অবস্থার মধ্যে আছি। এ কারণে আইনজীবীদের লক্ষ্য রাখা উচিৎ যাতে আদালতের মর্যাদা অক্ষুণ্ণ থাকে, কোনভাবেই সেটা ক্ষুণ্ণ না হয়। এটা রক্ষার দায়িত্বও বারের আইনজীবীদের।

৪ আগস্ট ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে 'এস আলমস আলাদিনস ল্যাম্প' (এস আলমের আলাদিনের চেরাগ) শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে অনুমতি ছাড়া বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তর নিয়ে এস আলম গ্রুপের মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে হাইকোর্ট।

গত ৬ আগস্ট দেওয়া ওই আদেশের বিরুদ্ধে এস আলম ও তার স্ত্রী আপিল বিভাগে লিভ টু আপিল করেন। ২৩ আগস্ট আপিল বিভাগের চেম্বার আদালত বিষয়বস্তু সম্পর্কে সব পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন এবং আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে লিভ টু আপিল শুনানির জন্য আগামী বছরের ৮ জানুয়ারি দিন ধার্য করে দেয়। ওইদিনই চেম্বার আদালতের আদেশ নিয়ে গণমাধ্যমে বক্তব্য রাখেন সৈয়দ সায়েদুল হক সুমন। যিনি ডেইলি স্টারের রিপোর্টটি ৪ আগস্ট হাইকোর্টের নজরে আনেন। যার প্রেক্ষিতে হাইকোর্ট এস. আলমের বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দেয়।

সম্প্রতি এস আলমের ওপর গণমাধ্যমে সংবাদ প্রকাশের নিয়ে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন দেওয়া হয়। আজ এই আবেদনের শুনানিতে আজমালুল হোসেন কেসি বলেন, এভাবে এস আলম সম্পর্কে বক্তব্য প্রদান কতটা সঠিক। আমি হাইকোর্টে যেতে পারছি না, কারণ চেম্বার আদালতের স্থিতিবস্থা আছে। সালাম মুর্শেদীর মামলায় গণমাধ্যমের ওপর সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই আদেশ আমরা প্রার্থনা করছি।

এ পর্যায়ে বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, চেম্বার আদালতের স্থিতাবস্থার আদেশের পর তো কোন সংবাদ প্রকাশ করেনি। বিচারকে প্রভাবিত করে এমন কোন প্রতিবেদনও তো দেখতে পাচ্ছি না। নতুন করে যদি কিছু প্রকাশ করে তাহলে আপনার সংক্ষুব্ধ হওয়ার সুযোগ ছিলো। সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার দেওয়ার মতো কোন প্রাথমিক উপাদান দেখতে পাচ্ছি না।

তিনি বলেন, কেউ যদি যা ইচ্ছে তাই লেখে, সেজন্য সুনির্দিষ্ট আইনে প্রতিকারের বিধান রয়েছে।

দুদক কৌসুলি খুরশীদ আলম বলেন, গণমাধ্যমের রিপোর্ট হলো আমাদের অন্যতম সোর্স। কমপক্ষে ৫০ ভাগ মিডিয়া রিপোর্টের ওপর ভিত্তি করে আমরা অনুসন্ধান করে থাকি। এখন মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলে আমরা এই তথ্য-উপাত্ত পাব না।

শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি গণমাধ্যমে সংবাদ প্রকাশের ওপর নিষেধাজ্ঞার আবেদনটি নথিভুক্তের আদেশ দেন। তবে আবেদনকারী চাইলে ৮ জানুয়ারি লিভ টু আপিলের সঙ্গে এই আবেদন শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে পেশ করার সুযোগ থাকবে।

এ সময় এস আলম গ্রুপের পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসকে