সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিয়ের পিঁড়িতে বসা হলো না মুনিয়ার, সড়কে পিষে গেল শিক্ষার্থীর প্রাণ 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১০

সদ্য চাকরি পাওয়া এক পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয় মুনিয়া মুক্তির (২১)। আগামী বৃহস্পতিবার বাড়িতে আসার কথা ছিল চট্টগ্রামে থাকা পাত্রের। শুক্রবার দিন বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু মুনিয়ার আর বিয়ের পিঁড়িতে বসা হবে না। 

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। মুনিয়ার ভাই কলেজছাত্র শিহাব আহমেদ কান্নাজড়িত কণ্ঠে জানান, আগামী শুক্রবার পারিবারিকভাবে মুনিয়ার বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই সড়ক দুর্ঘটনায় পরপারে চলে গেলেন বোনটি আমার। 

মুনিয়া মুক্তি টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজে কেমিস্ট্রি বিষয়ে অনার্সের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। সে সখীপুর উপজেলার গজারিয়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সখীপুর-নলুয়া-বাসাইল সড়কের বাসুলিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনার শিকার হন মুনিয়া। 

জানা যায়, বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বিশ্ববিদ্যালয় হলে যাওয়ার পথে সখীপুর-নলুয়া-বাসাইল সড়কের বাসুলিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বেপরোয়া গতির মোটরসাইকেল ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মির্জাপুরের গোড়াই পৌঁছালে তার মৃত্যু হয়।

নিহত মুনিয়ার চাচাতো ভাই আমিনুল ইসলাম বলেন, তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

ইত্তেফাক/পিও