শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কৃষি মার্কেটে আগুন: ভেতরে ঢুকছে বি‌জি‌বি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৩

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার প্রায় ১২ ঘণ্টা হ‌তে চলেছে। ফায়ার সা‌র্ভিসসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বা‌হি‌নী আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও এখনও পু‌রোপু‌রি নে‌ভে‌নি আগুন।

বৃহস্প‌তিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মি‌নি‌টে বি‌জি‌বির দল‌টিকে মার্কেটের ভেতরে প্রবেশ ক‌রতে দেখা যায়।

এখনও ধোঁয়ায় আচ্ছন্ন হ‌য়ে আছে মোহাম্মদপু‌রের আকাশ। এরই মধ্যে আগুন আছে কিনা পরীক্ষা কর‌তে মা‌র্কেট‌টির ভেতরে প্রবেশ ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলা‌দেশের (‌বি‌জি‌বি) এক‌টি দল।

এই আগুনে ২১৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে উত্তর সিটি করপোরেশন। সংস্থাটি জানায় মার্কেটটিতে ৩১৭টি দোকান ছিল।

বৃহস্পতিবার ভোর ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে একটি ইউনিট এলেও মার্কেট বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেনি সদস্যরা। যে কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

এদিকে, পৌনে ৬ ঘণ্টা পর সকাল ৯টা ২৫ মিনিটে কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসে। এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার। তিনি বলেন, ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট ও ১৩৭ জন কর্মী। আগুন নির্বাপণে এখনও আমাদের টিম কাজ করে যাচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে সেনা, নৌ ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণী সাহায্যকারী দল। এছাড়া আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার অভিযান ও সার্বিক শৃঙ্খলায় ঘটনাস্থলে কাজ করে পুলিশ, র‌্যাব, বিজিবি, এনএসআই, স্কাউটের ভলান্টিয়ার সদস্যরা। বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে মার্কেটে ওপর থেকে পানি ছিটানো হয়।

ইত্তেফাক/পিও