সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দেশজুড়ে কর্মসূচি ঘোষণা সম্মিলিত সাংস্কৃতিক জোটের 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৪

মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির বাংলাদেশকে সমুন্নত রাখার লক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট ‘আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ’ প্রতিপাদ্যে দেশজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদসহ অন্যরা।  

ছবি: ইত্তেফাক
 
কর্মসূচির কার্যক্রমে রাজধানীসহ সারাদেশে সঙ্গীত, আবৃত্তি, নৃত্যের গ্রন্থিত পরিবেশনা, নাটক এবং সংস্কৃতির সব শাখার শিল্পী-কর্মীসহ বিশিষ্টজনদের সংহতি পর্ব ও আলোচনা থাকবে বলেন জানান তারা। 
এসব অনুষ্ঠানে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংস্কৃতির সব শাখার শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা যোগ দেবেন বলেও জানানো হয়।  

সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতারা বলেন, চলমান উন্নয়নের ধারাবাহিকতায় একটি শক্তিশালী জাতি গঠনের জন্য সাংস্কৃতিক সংহতির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। 

সমাজের সব অংশের মানুষের মধ্যে সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠা করে অপশক্তির বিরুদ্ধে সমাজের শুভশক্তির সক্রিয়তা বৃদ্ধি করারও আহ্বান জানান তারা।

ইত্তেফাক/পিও