শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এশিয়া কাপে মুখোমুখি আজ

বাংলাদেশকে যে চোখে দেখছে ভারত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৭

নিয়ম রক্ষার ম্যাচে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। আজ শুক্রবার এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি দুই দলের জন্যই শুধু নিয়ম রক্ষার। কোনো দলেরই এই ম্যাচ থেকে কিছু পাওয়ার বিশেষ তাড়না নেই। কারণ, বাংলাদেশ দল আগেই ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে। আর ভারত প্রথম দুই ম্যাচ জিতেই ফাইনালে উঠে গেছে। সুতরাং আজকের ম্যাচের ফল কী হলো, তাতে কোনো দলেরই কিছু আসে যায় না।

কিন্তু এমন একটা ম্যাচের আগে গতকাল ঠিকই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে দুই দল। বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাজির হন অধিনায়ক সাকিব আল হাসান। তবে ভারতের হয়ে কোনো খেলোয়াড় বা প্রধান কোচ নন, কাল সংবাদ সম্মেলনে আসেন তাদের বোলিং কোচ পরস মামব্রে।

প্রথমেই তাকে প্রশ্ন করা হয় প্রতিপক্ষ বাংলাদেশ দল নিয়ে। উত্তরে পরস মামব্রে বাংলাদেশ দলকে ‘ভালো দল’ আখ্যায়িত করে বলেছেন, ‘বাংলাদেশ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। গত কয়েক বছরে তারা অনেক প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছে।’

এরপরই ভারতের বোলিং কোচ প্রশংসা করেন বাংলাদেশের বর্তমান পেস আক্রমণের। বলেছেন, ‘তাদের দলে মানসম্পন্ন ফাস্ট বোলার উঠে এসেছে। গত বিশ্বকাপেও তাদের বিপক্ষে খেলার সময় দেখেছি। এখন তাদের আরো ভালো পেসার আছে।’

গুঞ্জন উঠেছে, বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচটিতে দলের বেশ কয়েক জন তারকা ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারে ভারত। তবে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ দুর্বল বলেই বিশ্রাম নীতির কথা ভাবছে তারা? এমন প্রশ্নের উত্তরে পরস মামব্রে বলেছেন, ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। এখানে প্রতিটা দলই চ্যালেঞ্জিং। এই ম্যাচও ভিন্ন কিছু নয়। বাংলাদেশ ভালো দল। কাজেই অন্য যে কোনো দলের মতো বাংলাদেশের বিপক্ষেও আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’

তবে আজ কয়েক জন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হতে পারে বলেই ইঙ্গিত করেছেন পরস মামব্রে, ‘এখনো বিশ্রাম দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে হ্যাঁ, এই ম্যাচ অন্যদের পরখ করার একটা সুযোগ। যেহেতু আমরা ফাইনালে উঠে গেছি। তাই দলের বাকি খেলোয়াড়দের সুযোগ দেওয়ার সময় এসেছে। দেখা যাক, কাল কী হয়।’

পরস মামব্রের এই কথাতেই স্পষ্ট, আজ বিরাট কোহলি, রোহিত শর্মাদের জায়গা হতে পারে রিজার্ভ বেঞ্চে। সত্যিই যদি দলের তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেয় ভারত, সেটি বাংলাদেশের জন্য অনেকটা ভালোই হবে।

ইত্তেফাক/এসকে