শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাংলাদেশ-ভারত ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৩

এবারের এশিয়া কাপে প্রতিটি দলের জন্য প্রতিপক্ষের ভূমিকায় হাজির হয়েছে বৃষ্টি। শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে প্রতিদিনই বৃষ্টি বাগড়া দিচ্ছে। আজ (শুক্রবার) নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সাড়ে ৩টায়। 

মাঠের দ্বৈরথের আগে বারবার আলোচনায় আসছে বৃষ্টি প্রসঙ্গ। যথারীতি আজও বৃষ্টির সম্ভাবনা আছে কলম্বোতে। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। এমনকি দুপুরের পর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘে ঢাকা থাকবে আকাশ। ফলে আজও যে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ হতে যাচ্ছে এটা বলায় যায়।

তবে আশার খবর হচ্ছে, আজ সকালে পরিষ্কার রোদ দেখা গেছে কলম্বোর আকাশে। যা সমর্থকদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর।

 

ইত্তেফাক/জেডএইচ