রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এর থেকে শান্তিপূর্ণ নির্বাচন কবে হয়েছে বাংলাদেশে: প্রশ্ন প্রধানমন্ত্রীর

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৮

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত সব নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে- উপনির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, প্রতিটি নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ। এর থেকে শান্তিপূর্ণ নির্বাচন কবে হয়েছে বাংলাদেশে বা পৃথিবীর কোন দেশে হয়ে থাকে?

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) চলতি একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদে সরকারি দল ও বিরোধী দলের সিটগুলোর দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে জনগণ ভোট দিলে সরকারি দলে থাকবেন, না হলে বিরোধী দলে যাবেন। অক্টোবর মাসে আরেকটা অধিবেশন বসবে। সেটাই হবে এই সংসদের শেষ অধিবেশন, পরে নির্বাচন হবে। নির্বাচনে যদি জনগণ ভোট দেয়, আবারও এদিকে আসবো। না দিলে ওদিকে (বিরোধী দলের চেয়ার) যাবো। কোনও অসুবিধা নেই। জনগণের ওপর আমরা সব ছেড়ে দিচ্ছি, জনগণ যেটা করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, জনগণের ভোটের অধিকার নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে। গণতান্ত্রিক ধারাটা যেন ব্যাহত করতে না পারে। কোনও চক্রান্তের কাছে বাংলাদেশের জনগণ আর মাথা নত করবে না, করেনি।

সরকারপ্রধান বলেন, জনগণের ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন করেছি আমরা। সংগ্রামের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, এটাই সবথেকে বড় কথা। আর্থসামাজিক উন্নয়নে যে কাজ করে যাচ্ছি, তার সুফল তো দেশের তৃণমূলের জনগণ পাচ্ছে। আমরা যে ওয়াদা দিই সেটা আমি রাখি। আমরা রাখতে পারি।

ইত্তেফাক/এসকে