শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাংবাদিকের প্রশ্নে নাখোশ হাথুরুসিংহে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৭

এক সাংবাদিক চন্ডিকা হাথুরুসিংহেকে প্রশ্ন করার সময় গতকালকের (শুক্রবার) ম্যাচটিকে ‘ডেড রাবার’ বলে উল্লেখ করেন। এতেই নাখোশ হয়েছেন বাংলাদেশ দলের এই কোচ। রেগেমেগে আগুন হয়ে তিনি বলেন, ‘ডেড রাবার বলে কিছু নেই। এই কথাটা আমি ঘৃণা করি। ম্যাচটিতে কি ছেলেরা দেশের প্রতিনিধিত্ব করেনি?’

‘আমাদের জন্য এটি দারুণ তৃপ্তিদায়ক একটি জয়’
- চন্ডিকা হাথুরুসিংহে

এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর এই ম্যাচের জন্য সাকিব আল হাসানদের আলাদা করে অনুপ্রাণিত করার দরকারও ছিল না বলেই মনে করেন বাংলাদেশ দলের প্রধান কোচ। তিনি বলেন, ‘ভারত আজকের আগ পর্যন্ত অপরাজিত ছিল। কাজেই তাদের হারানোর জন্য ছেলেদের অনুপ্রাণিত করারও প্রয়োজন ছিল না।’

বাজেভাবে শেষ হতে চলা এশিয়া কাপ থেকে জয় নিয়ে ফিরতে পারা যে কত বড় স্বস্তির ব্যাপার হয়ে উঠেছে, হাথুরুসিংহের প্রতিক্রিয়ায় সেটি স্পষ্ট হয়েছে। শেষে এসে দলগত সাফল্যের মুখ দেখার আনন্দও খেলে গেল তার কণ্ঠে, ‘আমাদের জন্য এটি দারুণ তৃপ্তিদায়ক একটি জয়।’

ইত্তেফাক/এইচএ

এ সম্পর্কিত আরও পড়ুন