টপ অর্ডার ব্যর্থ। এমন সময় বাংলাদেশকে আরও একবার সম্মানজনক স্কোরে পৌঁছে দিয়েছেন সাকিব আল হাসান। এবার সাকিবের এই কীর্তির প্রশংসা করেছেন ভারতীয় ব্যাটার শুভমান গিল। তিনি বলেন, ‘বাংলাদেশের হয়ে তিনি (সাকিব) বেশ ভালো খেলেছেন। আমাদের কাছ থেকে সে-ই ম্যাচটি কেড়ে নিয়েছে।’
ম্যাচটির গুরুত্বপূর্ণ সময়ে সাকিবের ৮০ রানের ইনিংস বাংলাদেশকে আত্মবিশ্বাস জুগিয়েছে। পেয়েছে বড় রানের পুঁজি। ব্যাটিংয়ে দারুণ সময়ের পর টাইগারদের এই অধিনায়ক জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
‘আমরা মাঝে ম্যাচের অবস্থা বুঝতে ভুল করেছি। আমাদের এই ভুল থেকে শিখতে হবে, বিশেষ করে ফাইনালের আগে’
- শুভমান গিল, ভারতীয় ব্যাটার
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই প্রশংসাই করলেন ভারতীয় ব্যাটার।
অবশ্য বাংলাদেশের বিপক্ষে ৬ রানের এই হারে খুব একটা চিন্তিত নন গিল। দলের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘ডট বল যেন কম হয়, আমরা নিজেদের মধ্যে তা নিয়ে আলোচনা করেছি। বেশি সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেছি। বল যদি ব্যাটে আসে, তাহলে খেলার পরিকল্পনা ছিল। রাতের বেলা বলের মুভমেন্ট বেশি ছিল। দিনে ব্যাটিং ও রাতে ব্যাটিংয়ে একটা পার্থক্য তো ছিলই।’
এক প্রশ্নের উত্তরে বলেন ম্যাচের অবস্থা বুঝতে ভুল করেছেন উল্লেখ করে গিল বলেন, ‘আমরা মাঝে ম্যাচের অবস্থা বুঝতে ভুল করেছি। আমাদের এই ভুল থেকে শিখতে হবে, বিশেষ করে ফাইনালের আগে।’
তিনি আরও বলেন, ‘আমাদের খেলোয়াড়দের সতেজ হয়ে ওঠার বিষয়টা দেখতে হবে। কারণ, সামনে বিশ্বকাপ আছে। বিশ্বকাপে আমাদের কিছু ম্যাচ আছে ভারতের উত্তরে, তখন শীতকাল থাকবে। আমাদের খেলোয়াড়দের সে জন্যই বিশ্রাম দিয়ে খেলাতে হবে।’