খ্যাতিমান কবি আসাদ চৌধুরীকে আবারও কানাডার একটি হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই কবির শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হলে গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় অসোয়া হাসপাতালে নেওয়া হয়। বার্ধক্যজনিত একাধিক জটিল রোগে আক্রান্ত কবি আসাদ চৌধুরীকে এই নিয়ে তিনবার হাসপাতালে ভর্তি করা হলো।
এরই মধ্যে টরন্টোস্থ মাইকেল গ্যারন হাসপাতালে থেকে তার বড় ছেলে আসিফ চৌধুরীর অসোয়াস্থ বাসায় নেওয়া হয়। সপরিবারে সেখানেই বসবাস করছেন তিনি।
কবির জামাতা নাদিম ইকবাল আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, পটাশিয়ামের মাত্রা আশঙ্কাজনক। কিডনির অবস্থাও শোচনীয়। নাক-মুখ দিয়ে রক্ত যাচ্ছে। শ্বাসকষ্ট তীব্র মাত্রায়। ডায়পার পরতে হচ্ছে। সেই সঙ্গে মানসিকভাবেও ভেঙে পড়ছেন। মন-মেজাজ খুবই এলোমেলো, ভীষণ অস্বস্তিকর অবস্থায় ক্ষিপ্ত হয়ে উঠেন।