অ্যা থাউজেন্ডস টেল তাদের পঞ্চম প্রদর্শনীর আয়োজন করছে সফিউদ্দিন শিল্পালয়ে। ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে প্রদর্শনী চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে বলে জানান আয়োজকরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিল্পী ড. ফরিদা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবের শিল্পী শিল্পী আব্দুল মান্নান। সভাপতিত্ব করবেন সৈয়দ আবু বারক আলভী।
রিপন কুমার দাসের নির্দেশনা ও সহযোগিতায় ২৭ জন নবীন শিল্পীর শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীর আয়োজন। শিল্পীদের মধ্যে রয়েছেন মাসুদা খান, আরাফাত আহমেদ আলী, অভ্রজ্যোতি সাহা, সাবাহ মায়াজ হুসাইন, মালিহা জাহান আলী, আয়েশা মিরেই ইওয়াসে, আজরিন করিম, সারতাজ তানুশকা কবির, জেবা ফরিদা, ওহামা রাজ, তাহমিনা আক্তার রুমা, মানতাকা তাহিয়াত, শেখ রায়হানা আমরিন, রুদাবা রুফাইদা হাসান, কাজি সাদিদা বুশরা, সৈয়দা রাইসা আনাম, নাবিলা হোসেইন, আজমাইন আনান হিয়া, স্বপ্নীল সুখ, জাফির শারার রাফসান, আয়শা আমেন ঐশ্বর্য, মায়শা ইসলাম অবন্তী, কাজি ফাইজা তাসনিম নেহা, আস্থা অনিন্দিতা, নুসাইবা সাইয়ারা, নৈঝতা রেজওয়ানা।
রিপন কুমার দাস বলেন, এবারের প্রদর্শনীতে দেখা যাবে জলরং, অ্যাক্রলিক, তেলরং, চারকোল, সফট প্যাস্টেল সহ বৈচিত্রময় মাধ্যমের শৈলী।
তিনি বলেন, আমাদের অনুভূতি ও ভাবনার প্রতিফলন ঘটে আমাদের সৃষ্টিতে, সেই প্রাণ ঢালা আবেগের শৈলীতে প্রকাশ পায় আমাদের গল্প, যা আমরা তুলে ধরতে চাই গোটা বিশ্বের কাছে এই প্রদর্শনী দ্বারা। আমাদের ছবি তুলে ধরে দৈনন্দিন জীবনের সহস্র আখান, যার মাঝেই প্রতিনিয়ত তুচ্ছ সাধারণ ঘটনাতেই আমরা খুঁজে ফিরি অদেখা সৌন্দৰ্য্য, যা একজন প্রকৃত শিল্পীর কাজ।
এই প্রদর্শনী বাংলাদেশের নবীন প্রজন্ম ও ভবিষ্যতের শিল্পীদের সৃজনশীল মনন এবং অভিনব ভাবনার এক অবাধ জানালা খুলে দিবে বলে মন্তব্য করেন সফিউদ্দিন শিল্পালয়ের প্রতিষ্ঠাতা আহমেদ নাজির। তিনি বলেন, আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি নতুন প্রজন্মের চিন্তা ও শিল্পের মিলনমেলা উদযাপন করতে।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে ২৭ জন নবীন শিল্পীদের ৫৫টি শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে অ্যা থাউজেন্ডস টেলপঞ্চম পর্বের যাত্রা শুরু হয়। প্রথম প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন শিল্পী মুস্তফা মনোয়ার। সর্বশেষ চতুর্থ পর্বের উদ্বোধন করেন শিল্পী কনক চাঁপা চাকমা।