রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিশ্বকাপ থেকেও ছিটকে যাচ্ছেন নাসিম!

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৭

এশিয়া কাপের মাঝ পথে চোটের কারণে ছিটকে যান পাকিস্তান পেসার নাসিম শাহ। এবার বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন এই পাক পেসার। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আসন্ন ভারত বিশ্বকাপেও অনিশ্চিত এই নাসিম।

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর নাসিমের চোটের কথা গণমাধ্যমে জানিয়েছিলেন বাবর আজম। তিনি বলেছিলেন, ‘নাসিম শাহয়ের সুস্থ হয়ে উঠতে কত দিন লাগবে, জানি না। তবে আমার মতে, নাসিমকেও বিশ্বকাপের শেষ দিকে পাওয়া যাবে। দেখা যাক কী হয়।’

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে বিশ্বকাপ শুরু হবে। ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। ক্রিকইনফো বলছে, পুরো বিশ্বকাপেই এই পেসারকে পাবে না পাকিস্তান।

ডান কাঁধের চোট থেকে নাসিম ঠিক কত দিনে সেরে উঠবেন, সেটি নিয়ে এখনও পরিষ্কারভাবে কিছুই জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

 

ইত্তেফাক/জেডএইচ