রাজধানীর বিআরটিএ কার্যালয়ে দালালি করতে এসে ভ্রাম্যমান আদালতের হাতে ধরা পড়েছেন ইব্রাহীম (৩৫) নামে ভুয়া আনসার সদস্য। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিআরটিএর উত্তরা কার্যালয়ে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ভুয়া আনসার সদস্য মো. ইব্রাহীমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার পরিচয় জানতে চান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ইব্রাহীম নিজেকে বিআরটিএর মিরপুর কার্যালয়ে দায়িত্বরত আনসার সদস্য পরিচয় দেন। পরে তার দেখানো পরিচয়পত্র নকল মনে হলে খোঁজ নিয়ে ম্যাজিস্ট্রেট জানতে পারেন ওই নামে বিআরটিএর মিরপুর কার্যালয়ে কোনো আনসার সদস্য নেই। এ সময় ভুয়া পরিচয়ত্র ও অন্যের গাড়ির কাগজপত্রসহ ইব্রাহীমকে আটক করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন। পরে ওই ভুয়া আনসার সদস্যকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-৬ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।