মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ

দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৪

দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দিয়ে আওয়ামী লীগ। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল তিনটায় শহরের ২নং রেল গেইট এলাকায় এক মহাসমাবেশে এ ঘোষণা দেয় আওয়ামী লীগ।

এতে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমান ঘোষণা দেন, ‘বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।’ ‘বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ শ্লোগানে সমাবেশ উত্তাল করে তোলে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, সাবেক সাংসদ নারায়ণগঞ্জ-৩ আসন ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এবং সিনিয়র  সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগে অপরাপর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অপরাপর নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এইচএ