রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ওয়ানডেতে মুস্তাফিজের নতুন কীর্তি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫২

২০১৫ সালে ভারতের বিপক্ষে মিরপুরে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয়েই আলো ছড়িয়েছিলেন বাংলাদেশ দলের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে ঐ সিরিজে পরপর দুই ম্যাচে ৫ ও ৬ উইকেট, পরে শেষ ম্যাচেও ২ উইকেট শিকার করেন তিনি। এরপরই রাতারাতি তারকা বনে যান তিনি। হয়ে ওঠেন জাতীয় দলের ভরসাম্যান বলার। এবার সেই ভারতের বিপক্ষে মাঠে নেমেই টাইগারদের ওয়ানডে ইতিহাসে নতুন এক রেকর্ড নিজের নামে লেখে নিলেন ফিজ।

চলমান এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে গত পরশু ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ওয়ানডেতে মুস্তাফিজের উইকেট সংখ্যা ছিল ১৪৮টি। পরে এই ম্যাচে ৩ উইকেট শিকার করে ছুঁয়েছেন ১৫০ উইকেটের মাইলফলক। তার বর্তমান উইকেট ১৫১, এই সংখ্যাক উইকেট শিকার করতে তাকে খেলতে হয়েছে ৯১ ম্যাচ। আর এতেই তিনি দ্রুততম বাংলাদেশি বোলার হিসেবে ১৫০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। 

মুস্তাফিজের আগে টাইগারদের হয়ে ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেট শিকারি ছিলেন স্পিনার আবদুর রাজ্জাক। এই রেকর্ড নিজের নামে করে নিতে তাকে খেলতে হয়েছিল ১০৮ ম্যাচ। তবে তার থেকে ১৭ ম্যাচ কম খেলে এই রেকর্ড নিজের নামে নিয়ে নিয়েছেন টাইগার কাটার মাস্টার। এই দুই ক্রিকেটার ছাড়া এই তালিকায় রয়েছেন যথাক্রমে বর্তমান অধিনায়ক সাকিব ও সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা। ১১৯ ও ১২০ ম্যাচে তারা পেয়েছিলেন ১৫০ উইকেট।  গত পরশু ভারতের বিপক্ষে জয় পেতে দারুণ ভূমিকা রেখেছেন ফিজ। উইকেটে থিতু হওয়ার চেষ্টায় থাকা ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে বোল্ড করে টাইগারদের খেলায় ফেরান তিনি। এরপর ম্যাচের ৪৯তম ওভারে ম্যাচ যখন ভারতের হাতের নাগালে চলে যাচ্ছিল, তখন তিন বলের মধ্যে ভারতের দুই ভরসা অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুরকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের রাস্তা পরিষ্কার করেন কাটার মাস্টার। 

এদিকে ওয়ানডেতে মোস্তাফিজ ১৫১ উইকেটের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৮-২০২২ সাল অবদি ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৬ ম্যাচে তিনি শিকার করেছে ২৮টি উইকেট। আর এরপরই রয়েছে ভারত। প্রতিবেশী দেশটির বিপক্ষে মাঠে নামলেই যেন জ্বলে উঠে টাইগার এই কাটার মাস্টার। ভারতের বিপক্ষে ২০১৫-২০২৩ সাল পর্যন্ত খেলেছেন ১১টি ম্যাচ, এর মধ্যে শিকার করেছেন ২৫ উইকেট।

ইত্তেফাক/জেডএইচ