শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ডিএমপির ডিসি-এডিসিসহ ৭ কর্মকর্তাকে বদলি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানিয়েছে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। আদেশে বলা হয়, ডিবির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ বিভাগ) ডিসি এ.বি.এম মাসুদ হোসনকে ডিবি মিরপুর বিভাগের ডিসি হিসেবে এবং ডিবি মিরপুর বিভাগের ডিসি মানস কুমার পোদ্দারকে ডিএমপির প্লানিং, রিসার্চ এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

কর্মকর্তাদের বদলি সংক্রান্ত ডিএমপির অফিস আদেশ

অপরদিকে, পৃথক আরেক আদেশে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিনজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাসহ মোট পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ইত্তেফাক/এসকে