হোয়াটস অ্যাপ সম্প্রতি নতুন অনেক ফিচার যুক্ত করেছে। তবে নতুন চ্যানেল ফিচার আসার পর অনেকের মনে হচ্ছিলো এবার বিজ্ঞাপনে হোয়াটস অ্যাপ ফিড ভেসে যাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে হোয়াটস অ্যাপ। মেটাকে বাধ্য হয়েই জানান দিতে হল এমন কোনো আশঙ্কা নেই।
একাধিক প্যারেন্ট কোম্পানি হোয়াটস অ্যাপে বিজ্ঞাপন যুক্ত করার চিন্তা করছেন। কিন্তু ফিডে বিজ্ঞাপন আসবে না এমন বার্তাই দিয়েছে মেটা৷ ব্যবহারকারীদের মনেটাইজ করার অভিযোগ এবারই প্রথম না। আগেও হয়েছিল। প্রতিবারই তারা অস্বীকার করেছে। এবারও করেছে।