এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেট দলের ড্রেসিংরুমে অধিনায়ক বাবর আজম এবং পেসার শাহিন শাহ আফ্রিদি কথা কাটাকাটি হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভাইরাল হয়ে গেছে।
এ বিষয়টিতে নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছে পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মীর। সানা লেখেন, 'আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে এটি হৃদয়বিদারক খবর। সাজঘর থেকে মিডিয়াতে বাবর যা বলেছেন, সেই কথোপকথন ভক্তরা শেয়ার করছেন। এটা খুবই হতাশাজনক।'
তিনি আরও লেখেন, 'সেই ড্রেসিংরুম থেকেই কেউ এটি ফাঁস করেছে। সেটি যিনি শেয়ার করেছেন তা লজ্জাজনক। এতে দলে চাপ বেড়েছে। এটা দলের পবিত্রতার পরিপন্থী। তাতে দলের বড় ক্ষতি হয়েছে। কোনও সেরা ক্রিকেটার ইনজুরিতে পড়লে যে ক্ষতি হয়, এটা তার চেয়েও বেশি।'
বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, এশিয়া কাপ থেকে বিদায় নেয়ার পর ড্রেসিংরুমে পাকিস্তানের অধিনায়ক বাবর ও আফ্রিদির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বাবর যে কথা বলেছেন, তা ভালোভাবে নেননি আফ্রিদি। অন্যদিকে, আফ্রিদির কথাও ভালোভাবে গ্রহণ করেননি বাবর।
তবে এ নিয়ে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট কোনও মন্তব্য করেনি। দেশটির বোল নিউজের প্রতিবেদন অনুসারে, সাজঘরে দলের সিনিয়র খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে বিরক্তি প্রকাশ করেন বাবর। তিনি বলেন, তোমরা দায়িত্ব নিয়ে খেলছ না। বড় মঞ্চে সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে খেলার জন্য আর্জি জানান তিনি।
বাবরের কথার মধ্যেই কথা বলে আফ্রিদি বলেন, 'যারা ভালো ব্যাট বা বল করেছেন, তাদের তো প্রশংসা করা উচিত।' তবে এরপরই রেগে যান বাবর। শোনা যাচ্ছে, দুজনকে চুপ করাতে এগিয়ে আসেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে হেরে যায় পাকিস্তান। এরপর এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক মঈন খান বলেন, 'দলের কোনও সমস্যা থাকলে বিশ্বকাপের আগে ঠিক করে নেওয়া দরকার। সমস্যা মিটে গেলে দল আরও শক্তিশালী হয়ে উঠবে। ড্রেসিংরুমের বিবাদ মিডিয়ায় চলে আসছে। দলের জন্য তা মোটেও ভালো খবর নয়।'
পাক কিংবদন্তি আরও বলেন, 'ক্রিকেটারদের যদি বাবরের সঙ্গে সমস্যা থাকে কিংবা প্রধান কোচ বা টিম ডিরেক্টরের অনুপস্থিতিতে বাবর কোনও সমস্যার ঠিকভাবে সমাধান না করতে পারেন, তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক। কারণ এই ধরনের বিষয়ে হস্তক্ষেপ করা অধিনায়কেরই কাজ।'