শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফাইনালে চরম ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৩

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। রোববার কলম্বোর প্রেমাদাসায় (১৭ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক দাসুন শানাকা। বৃষ্টির কারণে ৪০ মিনিট দেরিতে শুরু হয় খেলা। এরপর ব্যাট করতে নেমে শুরুতেই ৫ উইকেট হারিয়েছে লঙ্কানরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ভারতীয় পেসারদের তোপে ধুঁকতে থাকে লঙ্কান ব্যাটাররা। মাত্র ৮ রানের মধ্যে টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারায় লঙ্কানরা। পাথুম নিশাঙ্কা ৪ বলে ২ রান করেন। 

আর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান কুশল পেরেরা, সাদিরা সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা। এরপরও উইকেট হারায় শ্রীলঙ্কা। ক্রিজে ২ বলে মাত্র ৪ রান করে ফিরে যান ধনাঞ্জয়া ডি সিলভা। একাই ৪ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন পেসার মোহাম্মদ সিরাজ। ৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।  

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন