রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিমানে যাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়, আদর করলেন ছোট শিশুকে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৩

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাওয়ার পথে নিয়মিত যাত্রী ও ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিমান যাত্রী ছোট শিশুকে আদর করেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে এদিন সকাল পৌনে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। 

বিমানে যাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়। ছবি: ফোকাস বাংলা

লন্ডনের হিথরো বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রাবিরতির পর ফ্লাইটটি নিউ ইয়র্ক সময় ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৫০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

ইত্তেফাক/এএএম