ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মীর ফাহাদ (৩৫) মারা গেছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত ফাহাদ উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর মোশাররফ হোসেনের ছেলে।
জানা যায়, ২ সেপ্টেম্বর সকালে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ-বাটোয়ারার জায়গা নিয়ে মীর মোশাররফ ও তার ভাতিজা মীর জালালের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিবারের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হন। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে মীর ফাহাদ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নাসিরনগর ও পরে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতির অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শনিবার রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মীর জালাল (৪০),তানিয়া (২৪), মীর রুবেল (২৬) নামে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।