শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সংস্কারের দাবিতে সড়কে ধান রোপণ করে প্রতিবাদ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২০

খুলনার ডুমুরিয়ায় এক কিলোমিটার কার্পেটিং সড়কে ধান রোপণ করে প্রতিবাদ জানায় স্থানীয়রা। রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১০ নম্বর ইউনিয়নের ওয়াপদার মাথা থেকে ভান্ডারপাড়া গ্রামের স্লুইসগেট পর্যন্ত ধানের চারা লাগিয়ে এ প্রতিবাদ করেন তারা। 

জানা যায়, ইট ও বালু ব্যবসায়ীরা ভারী যানবাহন ব্যবহার করার ফলে সড়কটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা হলে গর্তে পানি জমে পুকুরের মতো হয়ে পড়ে। বহুদিন যাবত সড়কটি মেরামতের দাবি জানালেও কোনো কাজ না হওয়ায় এভাবে প্রতিবাদ করেছে এলাকাবাসী।   

প্রতিবাদকারী শহিদুল বিশ্বাস ও সুমন কুণ্ডু জানান, সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ায় আমার ধান রোপণ করে প্রতিবাদ জানাচ্ছি।

ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে বলেন, পরিষদের পক্ষ থেকে ইটের খোয়া দিয়ে  কিছুটা চলাচলের জন্য উপযোগী করার চেষ্টা করেছি। কিন্তু ইট ভাটা মালিকদের ভারী যানবাহন চলাচলের কারণে আবারও সড়কটির ব্যাপক ক্ষতি হয়েছে।

ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম জানান, সড়কটি দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণের জন্য একটি প্রকল্প তৈরি করা হচ্ছে।

ইত্তেফাক/কেএস/পিও