বাংলাদেশের নবনিযুক্ত ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং অ্যাসোসিয়েশনের মহাসচিব সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের (বিচারক) সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ অভিনন্দন জ্ঞাপন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান, কোষাধক্ষ্য ও ঢাকার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের (বিচারক) যুগ্ম জেলা জজ মো. আলমগীর হোসাইন এবং ঢাকা জেলা জজ আদালতের যুগ্ম জেলা জজ ও ভারপ্রাপ্ত বিচারক (নেজারত বিভাগ) মিটফুল ইসলাম।
এছাড়া মহিলা নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ঢাকার জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জীনাত সুলতানাসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ। এর আগে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ায় বিচারপতি ওবায়দুল হাসানকে অভিনন্দন জানিয়েছিলেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।