শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। আমি এই সরকারের আমলে আমি মুন্সীরহাট থেকে গঙ্গানগর হয়ে মাঝিরঘাটের রাস্তা করেছি। ডোমসার ও তুলাসার এবং রুদ্রকর ইউনিয়নের খাল খননের মাধ্যমে কৃষকদের পানি সমস্যা সমাধান করেছি। আমাদের ভাগ্য ভালো যে এনামুল হক শামীমের মতো একজন মন্ত্রী পেয়েছি, কিছু দিন আগে একনেক বৈঠকে জাজিরা পদ্মা নদীর বেরি বাঁধের প্রকল্প অনুমোদন হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) শরীয়তপুর সদর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা,বিধবা ভাতা ইত্যাদির ব্যবস্থা করেছেন। গরীবের জন্য ন্যায্য মূল্যে চালের ব্যবস্থা করেছেন, যার জমি নাই, ঘর নাই তাদের জমিসহ ঘর দিয়েছেন। এখন সরকার সাধারণ জনগণকে পেনশনের আওতায় নিয়ে আসার প্রকল্প চালু করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন বেপারী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, তুলাসার ইউনিয়নের চেয়ারম্যান জামাল হোসেন ফকির, রুদ্রকর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঢালী, শৌলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মান্নান খান ভাসানীসহ প্রমুখ।