সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাজঘর কাণ্ড: বাগবিতণ্ডায় বাবর-আফ্রিদি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৩

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পরেই নাকি সাজঘরে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন দেশটির ক্রিকেট অধিনায়ক বাবর আজম ও পেসার শাহিন আফ্রিদি। তাদের মধ্যস্থতায় এগিয়ে আসেন উইকেটরক্ষক ও ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

‘আমি জানি কে ভালো পারফর্ম করেছে’
- বাবর আজিম
 অধিনায়ক, পাকিস্তান ক্রিকেট দল

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর খবরে এসেছে, লঙ্কানদের বিপক্ষে হারের পর দলীয় বৈঠকে অধিনায়ক বাবর নাকি বলেছেন, তার দলের ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেলছেন না। এ কথা সহ্য হয়নি সতীর্থ শাহিন আফ্রিদির। এর জবাবে বাবরকে তিনি বলেন, ‘অন্তত যারা ভালো ব্যাটিং ও বোলিং করেছে, তাদের কৃতিত্ব দাও।’ খবর হিন্দুস্তান টাইমসের।

পরক্ষণেই আফ্রিদিকে পাল্টা জবাব দিয়েছেন বাবর। তিনি বলেন, ‘আমি জানি কে ভালো পারফর্ম করেছে!’

তাদের দুজনের এই বিতণ্ডা থামান উইকেট রক্ষক ও ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন পাকিস্তানের এক সিনিয়র ক্রিকেটার। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, ‘টিম মিটিংয়ে সবাই তাদের চিন্তাভাবনা শেয়ার করে। টিম মিটিংয়ে বাগবিতণ্ডা হয়েছে এ গুঞ্জনের কোনো সত্যতা নেই।’

ইত্তেফাক/এইচএ