৪ বছরের পুরনো একটি খবর নতুন করে আলোচনায় এসেছে। ঘটনাটি ২০১৯ সালের। বিয়ের তিন মিনিটের মাথায় ডিভোর্স হয় বর কনের। জনশ্রুতি আছে এটি বিশ্বের স্বল্পস্থায়ী বিয়ে। গত ১৪ সেপ্টেম্বর সংবাদ মাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
প্রতিবেদনে বলা হয়, বিয়ে রেজিস্ট্রি হওয়ার পর ঘর থেকে বের হওয়ার সময় নববধূ হোঁচট খান। তখন তার স্বামী তাকে ভর্ৎসনা করে ‘স্টুপিড’ বলেন। এতেই সংক্ষুব্ধ বধূ মনস্থির করে ফেলেন ডিভোর্স দেওয়ার। তিনি বিয়ে বাতিলের আবেদন করেন।
'q8news' নিউজ এর বরাত দিয়ে সংবাদ মাধ্যম ডেইলি-মিরর আরও জানায়, এটি কুয়েতের ইতিহাসের সবচেয়ে ক্ষণস্থায়ী বিয়ে।
ঘটনাটি সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর ডেইলি মিররে প্রকাশিত সংবাদের সূত্র ধরে আবার আলোচনায় আসে। বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করে।