চট্টগ্রামের পটিয়ায় গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের মুটুকনাইট বাজারের সড়ক পাশ থেকে এক আদিবাসী তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই তরুণীর শরীরে আঘাতের চিহ্ন ছিল। কেউ ধর্ষণের পর হত্যা করেছে কিনা ও কীভাবে আদিবাসী ওই তরুণীর লাশ সেখানে এলো, সেটি খতিয়ে দেখছে পুলিশ।
গত ১৬ সেপ্টেম্বর উপজেলার বরলিয়া ইউনিয়নের একটি পুকুর থেকে রিপন মল্লিক (৩৭) নামে একজনের লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ। সে বরলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহাজন বাড়ির বাসিন্দা মৃত মিনাল কান্তি মল্লিকের ছেলে। লাশ উদ্ধারের তিনদিন আগে সে নিখোঁজ হয়।
পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে ওসি প্রিটন সরকার জানিয়েছেন, নিহত রিপন মল্লিক স্ট্রোকের রোগী ছিল। এ কারণে তার মৃত্যু হয়েছে বলে পরিবার দাবি করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।
এদিকে ১৭ সেপ্টেম্বর রাতে পৌরসভার ৯ নং গোবিন্দারখীল ওয়ার্ডের জুগিপুকুরের পাশে ধানক্ষেতে মনির আহমদ (৭০) নামে এক কৃষকের ঝলসে যাওয়া দেহ উদ্ধার করে পুলিশ। মনির আহমদের পেশা ছিল কৃষিকাজ ও মাছ ধরা।