সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ব্যাকপেইনে বাকীর ইভেন্ট বদল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২২

দেশের তারকা শুটার আব্দুল্লাহ হেল বাকীর প্রিয় ইভেন্ট ১০ মিটার রাইফেল। ইসলামাবাদ সাফ গেমসে প্রথম স্বর্ণ জয় করেছিলেন তিনি। এরপর কমনওয়েলথ গেমসেও এই ইভেন্টে রুপার পদক জয় করেছিলেন। আব্দুল্লাহ হেল বাকী আজ এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে চীনে যাচ্ছেন। এবার নিয়ে টানা চার এশিয়ান গেমসে যাচ্ছেন তিনি। কিন্তু ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে লড়াই করবেন না। ৫০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে লড়াই করবেন বাকী। কারণ কী? বাকী জানালেন, তার কোমরে ব্যথা। ব্যাকপেইন। বললেন, ‘মাজার ব্যথার কারণে ১০ মিটার ইভেন্টে খেলতে পারব না। অনেকে দিন ধরেই ১০ মিটার খেলছি না। ধরে নিয়েছিলাম, যদি ৫০ মিটার যায় আমি খেলব।’ ৫০ মিটার খেললে কি ব্যাকপেইন সমস্যা করবে না? বাকী বললেন, ‘ব্যাকপেইন ১০ মিটারে বেশি হয়। অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়। আর ৫০ মিটার ইভেন্টে একটু সুবিধা রয়েছে। শুয়ে ১০টা শট, বসে ১০টা শট এবং দাঁড়িয়ে ১০ শট মারতে হয়। যেটা দাঁড়িয়ে শট মারতে হয়, সেটা ৩০ মিনিটের ব্যাপার। করা যায়। কষ্ট কম হয়।’ আর ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে? ‘১০ মিটারের খেলা হচ্ছে এক ঘণ্টা ৪৫ মিনিট। প্রি-ইভেন্ট আছে। এরপর ফাইনাল দুই ঘণ্টা। সব মিলিয়ে তিন-চার ঘণ্টার ব্যাপার’—বললেন বাকী।

৫০ মিটারের অভিজ্ঞতা কেমন? বাকী বললেন, ‘আমি সাফ গেমসে ৫০ মিটার খেলে পদক জয় করেছিলাম। সেটা ২০১৯ সালে। অনেক আগের কথা। এখন সেই অভিজ্ঞতার কথা কাজে লাগবে না। আমি ১০ মিটার করছি না বলেই ৫০ মিটার নিয়ে অনুশীলন করেছি। ৫৮২-৮২ স্কোর ওঠে। যদি ৫৮৪ স্কোর করতে পারি, তাহলে ফাইনালে যেতে পারব।’ বাকী বলেন, আপাতত ৫০ মিটার রাইফেল ইভেন্টে লড়াই করছেন। যদি পারফরম্যান্স প্রত্যাশার সঙ্গে মিলে যায়, পোডিয়ামে ওঠার সুযোগ আসতেও পারে। দীর্ঘদিনের অভিজ্ঞতা বাকীর ভরসার জায়গা। শক্তি আছে। আত্মবিশ্বাস আছে।

বাকী জানালেন, শুটিং করতে করতে ব্যাকপেইন হয়েছে। ব্যাকপেইন নিয়ে তার চিকিৎসা চলছে। সুস্থ হয়ে গেলে আবার নিজের ১০ মিটার ইভেন্ট করবেন আব্দুল্লাহ হেল বাকী।

১৯তম এশিয়ান গেমসে বাংলাদেশ থেকে ১৬ জন শুটার যাবেন চীনে। ১০ মিটার এয়ার পিস্তল, ৫০ মিটার এয়ার রাইফেল, ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে লড়াই করবে বাংলাদেশ। পুরো দল নিয়ে কেমন আশা বাংলাদেশের? বাকী বললেন, ‘ওভারঅল সত্যি কথা বলতে, ১০ মিটারে ফাইনালে চান্স আছে। যদি একটা কাজ করে। এখানে আমরা ৬৩০-৩১ করছি। গেমসে গিয়ে যদি ৬৩০ করতে পারি, তাহলে ফাইনালে যাওয়ার সুযোগ আসবে।’

এশিয়ান গেমস শুটিংয়ে বাংলাদেশ পদক পায় না কেন? আব্দুল্লাহ হেল বাকী দুষলেন ভাগ্যকে। বললেন, ‘এটা সম্পূর্ণ দুর্ভাগ্য আমাদের। আপনি দেখবেন, এশিয়ান গেমসে যে স্কোরে ফাইনালে যায়, ৬২৯-৩০। আমাদের শুটাররা দেশে ৬৩০-৩১ স্কোর করেছে। কিন্তু আমরা ওখানে গিয়ে সেটা হয়তো করতে পারিনি। এটা ব্যাডলাক। আমি নিজেও করতে পারিনি।’

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন