বগুড়া শহরতলী গোদারপাড়া তালীমুল কুরআন মহিলা মাদ্রাসার একটি রুম থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
মাদ্রাসার পরিচালক মাহফুজুল আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ছাত্রীর নাম শেফা আক্তার। সে মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল। ১৫ বছর বয়সী শেফা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোথাটি এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে। মেয়েটি ৪ বছর ধরে মাদ্রাসাটিতে পড়াশোনা করছে। আবাসিক শিক্ষার্থী হিসেবে সে মাদ্রাসাতেই থাকতো। সোমবার ভোরে অন্য শিক্ষার্থীদের সঙ্গে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করেছে সে। এরপর অন্য শিক্ষার্থীদের অগোচরে মাদ্রাসার একটি পরিত্যক্ত ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) ফইম উদ্দীন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।