শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কুমিল্লার হয়ে বিপিএল মাতাবেন হৃদয়

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৯

আগামী বছরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আসন্ন বিপিএলকে সামনে রেখে দল সাজাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তারই ধারাবাহিকতায় জাতীয় দলের তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয়কে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  

সোমবার (১৮ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে হৃদয়কে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, 'অপেক্ষা শেষ! অফিসিয়ালি তাওহিদ হৃদয় ভিক্টোরিয়ান্স পরিবারের অংশ। এই মৌসুমে কিছু বৈদ্যুতিক মুহুর্তের জন্য প্রস্তুত হন।' 

জাতীয় দলে অভিষেকের পর থেকে ব্যাট হাতে বেশ ছন্দে আছেন হৃদয়। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে প্রথম দুই ম্যাচে নিজের নামে প্রতি সুবিচার করতে পারেননি তরুণ এই ব্যাটার। তবে শেষ দুই ম্যাচে ঠিকই ছন্দে ফিরেছেন তিনি। ৫ ম্যাচে ১৫৮ রান সংগ্রহ করেছেন হৃদয়।  

ইত্তেফাক/জেডএইচ