লিভারের সমস্যা বিভিন্ন রকম হতে পারে। চিকিৎসকরা অন্তত ১০০ ভিন্ন ভিন্ন লিভারের সমস্যা শনাক্ত করতে পেরেছেন। সচরাচর লিভারের সমস্যা হলে কিছু প্রাথমিক সমস্যা দেখা দেয়। সেগুলো বোঝা একটু কঠিন। তবে পেট ফুলে যাওয়া, পেট ব্যথা, খিদে না পাওয়া এবং ডায়রিয়ার মতো সমস্যাও হয়। লিভারের সমস্যার কারণে কিছু রোগও হয়ে থাকে। সেগুলো সম্পর্কে আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন।
জন্ডিস
লিভার মারাত্মক ক্ষতিগ্রস্ত হলে জন্ডিস হয়। চামড়া ও চোখ হলুদ হয়ে যাওয়ার মত মারাত্মক লক্ষণ দেখা দিতে শুরু করে। মূলত দেহের লোহিত রক্ত কণিকায় বিলুরিবিনের পরিমাণ বেড়ে যাওয়ায় এই সমস্যা হয়। সচরাচর লিভার দেহের বিলুরিবিন নিষ্কাশন করে। তবে লিভার ক্ষতিগ্রস্ত হলে তা সম্ভব হয় না।
চুলকোনি
ঘুমানোর সময় প্রায়ই চুলকোনি হয়? লিভারে সমস্যা হলে চামড়ায় চুলকোনির সমস্যা হয়। বিশেষত ঘুমের সময়ে এমনটা দেখা যায়। এমন সমস্যা হলে অবশ্যই ডাক্তারের সাথে দেখা করুন।
এসসাইট বা পেট ফোলা
এসসাইট একটি বাজে সমস্যা। লিভারের সমস্যা হলে পেটের আশপাশের শিরায় চাপ বাড়ে। এতে শিরা মোটা হতে শুরু করে। সেসসময় বিভিন্ন তরল উপাদান পেটের আশপাশে জমা হতে শুরু করে৷ ফলে পেট ফেঁপে যায়, এমনকি নাভিও বের হয়ে যায়। যদি পানি বেড়ে যায় তাহলে টিউব দিয়ে পানি নিষ্কাশন করতে হয়।
পায়ের পাতা ফুলে যাওয়া
লিভারে সমস্যা হলে পায়ের পাতা ফুলে যায়। এই সময় প্রচুর পানি খাওয়া উচিত। এছাড়াও খাবারে লবণের পরিমাণ কমিয়ে আনুন।
প্রস্রাব হলুদ হয়ে যাওয়া
প্রস্রাব হলুদ হয়ে যাওয়া মোটেও ভালো লক্ষণ না। এমনকি মলের বর্ণ ফ্যাকাসে হলেও বুঝতে হবে আপনার লিভারে সমস্যা দেখা দিয়েছে।
মাথা ঘুরানো ও বমি
হুটহাট মাথা ঘুরাতে শুরু করে? কিংবা বমি হয়? তাহলে আপনার লিভারে সমস্যা দেখা দিয়েছে। বেশ কিছুদিন এমন সমস্যায় ভুগলে বুঝতে হবে পরিস্থিতি বিগড়ে যেতে শুরু করেছে।