মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাদারীপুর জেলা কমিটির সঙ্গে তথ্য কমিশনের মতবিনিময় সভা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৫

মাদারীপুর জেলা কমিটির সঙ্গে তথ্য কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা আয়োজন করেন মাদারীপুর জেলা প্রশাসন। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক।

মাদারীপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক, তথ্য কমিশনার মাসুদা ভাট্টি, মাদারীপুর পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মার্জিয়া সুলতানা, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম,
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনউদ্দিন, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ আফরোজ, সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম ফুয়াদ, সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট সেবক মন্ডলসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/পিও