মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জেলা প্রশাসানের তত্ত্বাবধানে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে টিসিবির পণ্য বিক্রয়

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৫

প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় এবং জেলা প্রশাসানের তত্ববাধানে নিম্ন আয়ের ১ কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্য তেল ও মসুর ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। 

মাসিক কর্মসূচির অংশ হিসেবে সেপ্টেম্বর-২০২৩ মাসে সারা দেশের ন্যায় মাদারীপুর জেলায় ১৮ সেপ্টেম্বর ২০২৩ হতে জেলার ১০৭ জন ডিলারের মাধ্যমে পাঁচটি উপজেলার মাদারীপুর সদর উপজেলায় ১৪,৫২২ জন, রাজৈর উপজেলায় ১২,৭৪০ জন, শিবচর উপজেলায় ১১,৮৫১ জন, কালকিনি উপজেলায় ৯,৯৮৪ জন এবং ডাসার উপজেলায় ২,২৫১ জনসহ সর্বমোট ৫১,৩৪৮ জন উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে টিসিবির পণ্যের সঙ্গে খাদ্য অধিপ্তরের ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল ভর্তুকি মূল্যে বিক্রয় করা হয়। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ৩৮ জন, রাজৈর উপজেলায় ৪৮ জন, শিবচর উপজেলায় ০৮ জন, কালকিনি উপজেলায় ০৭ জন এবং ডাসার উপজেলায় ০৬ জন টিসিবি’র ডিলার রয়েছে।

উপকোরভোগী কার্ডধারীগণ স্বস্ব পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হতে পূর্ব নির্ধারিত তারিখ ও সময়ে টিসিবি’র পণ্য উত্তোলণ করতে পারে। একজন উপকারভোগী কার্ডধারী ০২ লিটার তেল, ০২ কেজি মসুর ডাল ও ০৫ কেজি চাল কিনতে পারে। প্রতি লিটার তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি হয়। উল্লেখ্য যে, প্রতি মাসে প্রতিটি বিক্রয়কেন্দ্রে ১ জন জনপ্রতিনিধি ও ০১ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিত নিশ্চিতকরণের মাধ্যমে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে টিসিবির পণ্য বিক্রয় করা হয়।

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, ‘টিসিবির পণ্য বিতরণের মাধ্যমে মাদারীপুর জেলার নিম্ন আয়ের অনেক মানুষ উপকৃত হচ্ছে। এ বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কি না সে বিষয়ে জেলা প্রশাসনের নজরদারি রয়েছে।

ইত্তেফাক/পিও