বন্য প্রাণী সংরক্ষণ আইনে শিকার ও বিপণন নিষিদ্ধ হলেও মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি দেখার জন্য বাজারে ভিড় জমায় স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার সকালে মাছটি উপজেলার ঝিটকা বাজারে উঠলে স্থানীয়রা ৩০ হাজার টাকায় কিনে নেয়। মাছ বিক্রেতা জেলে আইয়ুর আলী বলেন, মাছটি পেয়ে তিনি বেজায় খুশি। মাছটির একক ক্রেতা না থাকায় কেটে প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
এ বিষয়ে হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলী বলেন, ‘শুনেছি ঝিটকা বাজারে ২৫ কেজি ওজনের এক বাঘাইড় বিক্রি হয়েছে।