বাংলাদেশের সাংবাদিকতার জগতে উজ্জ্বল নক্ষত্র ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার চিন্তা ও কর্মের ওপর বাঙলার পাঠশালা ফাউন্ডেশন পরিচালিত ও দৈনিক ইত্তেফাকের সহযোগিতায় ‘পাঠচক্র-১৩ :মানিক মিয়া পাঠচক্র, বিষয়: স্বাধীনতা ও গণতন্ত্রের সন্ধানে তফাজ্জল হোসেন মানিক মিয়া’র জন্য নিবন্ধন শুরু হয়েছে। পাঠচক্রে ক্লাস নেবেন প্রখ্যাত সাংবাদিক ও বিশেষজ্ঞগণ। তারা হলেন—ড. মসিউর রহমান, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক মুনতাসীর মামুন, মাহফুজ আনাম, মফিদুল হক, আফসান চৌধুরী, অধ্যাপক শাহ্ নিসতার জাহান কবীর, অধ্যাপক আব্দুর রাজ্জাক খান, আন্দালিব রাশদী, অধ্যাপক শবনম আযীম, নবনীতা চৌধুরী, মো. মিনহাজ উদ্দীন, শেখ আদনান ফাহাদ, ড. কাজী জাহেদ ইকবাল ও আহমেদ জাভেদ।
চার মাসব্যাপী (সেপ্টেম্বর-ডিসেম্বর ২০২৩) এ আয়োজনে সর্বমোট ১৪টি বিষয়ের ওপর ক্লাস হবে। ক্লাস অনুষ্ঠিত হবে নির্দিষ্ট সপ্তাহের শনিবার, বিকাল ৪টা থেকে রাত ৮টার মধ্যে অনলাইনে। বিষয়গুলো যথাক্রমে—তফাজ্জল হোসেন মানিক মিয়ার জীবন ও কর্ম; মানিক মিয়ার গণতন্ত্রের ধারণা; পাকিস্তানি রাজনীতির ২০ বছর—মানিক মিয়ার গ্রন্থ আলোচনা; ইত্তেফাকের ইত্তেফাক হয়ে ওঠা :মধ্যবিত্ত ও কৃষকসমাজের মধ্যে রাজনৈতিক জোট সৃষ্টিতে ইত্তেফাকের ভূমিকা; মানিক মিয়ার ন্যায্য সমাজের ধারণা ও পাকিস্তানের উন্নয়নের রাজনীতি; মানিক মিয়া ও ৬-দফা; তার রাজনীতি ও রাষ্ট্রচিন্তা; তার সাংবাদিকতা ও ইত্তেফাক; বঙ্গবন্ধু ও মানিক মিয়ার সম্পর্ক; মানিক মিয়ার দৃষ্টিতে সোহরাওয়ার্দী, ফজলুল হক, খাজা নাজিমুদ্দীন, লিয়াকত আলী, মওলানা ভাসানী ও অন্য নেতারা; মানিক মিয়ার দৃষ্টিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি এবং ইতিহাসের বরপুত্র তফাজ্জল হোসেন মানিক মিয়া ও একবিংশ শতকে সংবাদপত্রের চ্যালেঞ্জ। আসনসংখ্যা সীমিত। নিবন্ধনের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার।
১৪টি ক্লাসের জন্য নিবন্ধন ফি :৯৯ টাকা মাত্র। ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ৪টায় জুম অনলাইনে এবং শুধু নিবন্ধনকারীদের জুম লিংক, লগইন ও পাসকোড ইমেইলের মাধ্যমে জানানো হবে। অনলাইন নিবন্ধন করতে এই লিংকে ভিজিট করুন: https://bpathshala.org যোগাযোগ :০১৫২১-৫৬০৩০৫, ০১৯১৪-৪৪৪৩২০, ০১৩০২-২১৩২৪২ ইমেইল: [email protected]।