রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শিবচরের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন চিফ হুইপ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২

জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, ‘শিবচরের এই উন্নয়নের জন্য সবচেয়ে বেশি যার অবদান, তিনি হলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত দিনে খালেদা জিয়া ক্ষমতায় যখন ছিল তার ছেলে আমাদেরকে কী উপহার দিয়েছে। তার ছেলে (তারেক জিয়া) আমাদেরকে দিয়েছে ২১ আগস্ট উপহার। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দিয়েছে মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার । এটাই পার্থক্য শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে।’

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে শিবচরে নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান। উপজেলা ভাইস চেয়ারমান বি এম আতাউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন খান তোতাসহ আরও অনেকেই। এদিন চিফ হুইপ এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫-প্রাপ্ত দুই শিক্ষার্থীকে আইসিটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ল্যাপটপ উপহার দেন।

চিফ হুইপ বলেন, ‘আমাকে প্রথম মনোনয়ন দেয়ার পর শেখ হাসিনাই আমাকে প্রথম নিজ হাতে বক্তব্য লিখে দিয়েছিলেন। তিনি বুঝেছিলেন (মনে করেছিলেন), আমি বক্তব্য পারি না। শিবচরের প্রথম উন্নয়নের জন্য তিনি আমাকে তিন হাজার টন গম দিয়েছিলেন।’

পরবর্তীতে মধ্যরাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন চিফ হুইপ।

এর আগে সন্ধ্যায় চিফ হুইপ উপজেলা পরিষদের মাঠে তিনদিনব্যাপী জাতীয় ও স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

ইত্তেফাক/এইচএ