নেত্রকোনায় চিনির ট্রাক আটকাতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মোছা. সাহারা খাতুন (৩০) নামে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল চালকসহ আরও দুজন আহত হয়েছেন। সাহারা খাতুন স্থানীয় দৈনিক আলোর জগৎ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিজের পরিচয় দিতেন।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার রাজুর বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্র জানায়, নেত্রকোনা শহরের রাজুর বাজারে চিনির ট্রাক আটকাতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় এই নারী সাংবাদিক নিহত হন এবং অপর দুজন আহত হন।
নিহত সাহারা ঢাকার ডেমরার পশ্চিম বক্স সারুলিয়া এলাকার জাহের আলীর মেয়ে। আহতদের পরিচয় জেলার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামের আব্দুল মতিনের স্ত্রী ফেরদৌসী আক্তার (৪২) ও দশধার এলাকার আবু সেমার ছেলে জনি খান (২২)।
তারা আলোর জগত নামে স্থানীয় একটি সংবাদপত্রের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন বলে তাদের স্বজনরা জানিয়েছেন।
মোটরসাইকেল চালক ও স্বজনরা জানায়, বুধবার ভোররাতে বারহাট্টার দশধার থেকে চিনির ট্রাক আটকানোর উদ্দেশ্যে বের হয়। পরে সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় ট্রাক আটকানোর পর ট্রাক চালকসহ চিনির মালিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জোরপূর্বক ট্রাকটি নেত্রকোনার দিকে চলে যায়। পরে মোটরসাইকেলযোগে রাজুর বাজার এলাকায় ট্রাকটি আটকায় তারা। এসময় চিনির মালিকপক্ষের একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত পান। স্থানীয় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাহারাকে মৃত ঘোষণা করেন।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক বলেন, এ ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যান। মোটরসাইকেল চালক আহত জনিকে থানা হেফাজতে রাখা হয়েছে।