শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাইলফলক থেকে ৫০ রান দূরে মাহমুদউল্লাহ 

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৯

বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ৫ হাজার রানের ক্লাবে নাম লেখানোর দ্বারপ্রান্তে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। আর ৫০ রান করলেই ওয়ানডেতে ৫ হাজার রান পূর্ণ হবে মাহমুদউল্লাহর।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজেই মাইলফলক স্পর্শ করার সুযোগ পাচ্ছেন রিয়াদ। ২০০৭ সালের জুলাইয়ে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় রিয়াদের। এ বছরের মার্চে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। 

এখন পর্যন্ত ২১৮ ম্যাচের ১৯০ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরিতে ৩৫ দশমিক ৩৫ গড়ে ৪৯৫০ রান করেছেন মাহমুদউল্লাহ। ৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহর আগে বাংলাদেশের হয়ে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। 

 

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন