রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সিংগাইরে মাদক কারবারিসহ ১২ আসামি গ্রেপ্তার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৭

মানিকগঞ্জের সিংগাইয়ের মাদক কারবারিসহ জুয়ার আসর থেকে ১২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এবং বুধবার দুপুরে উপজেলার ধল্লা ফোর্ডনগর ও গোবিন্দল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদক কারবারিরা হলেন দাশেরহাটি এলাকার বাচ্চু দেওয়ানের ছেলে মো. শিপন (২১) ও চর দাশের হাটির নুরুল হকের ছেলে সিরাজুল ইসলাম (২৬)। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জুয়ার আসর থেকে গ্রেপ্তার করা হয় এলাকার মৃত ওসমান মুন্সির ছেলে মো. জাফর(৫৫), মৃত সামছুল হকের ছেলে বশির (৩৭), মৃত সাহেব আলীর ছেলে মো. মজিবর রহমান (৩৮), মৃত আবুল হাশেমের ছেলে জাহাঙ্গীর আলম (৫২), মৃত মাইনুদ্দিন মোল্লার ছেলে কবির মোল্লা (৫৫), মৃত তারা মিয়ার ছেলে মো. হারুন (৫২), মৃত মাইনুদ্দিন ছেলে মো. জসিম (৪৮), মৃত আওলাদ খানের ছেলে ছিলামত খান (৫২), মৃত ইয়াছিন খানের ছেলে জুলহাস খান (৩২) ও মো. সাত্তারের ছেলে মো. শফিকুল (২০)। এদের কাছ থেকে ১০৪টি তাসকার্ড ও নগদ ১৯,৩১৪ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

ইত্তেফাক/পিও