বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

আবারও বাংলাদেশ দলে যুক্ত হচ্ছেন শ্রীরাম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৫

বিশ্বকাপের আগে বাংলাদেশের টেকনিক্যাল কনসালট্যান্টের দায়িত্বে নিচ্ছেন শ্রীধরন শ্রীরাম। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘বিশ্বকাপের জন্য আমরা তাকে নিচ্ছি। তিনি টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন।’

গত বছর এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির কারণে সে যাত্রাটা মধুর হয়নি শ্রীরামের। তবে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীধরন শ্রীরাম।

ইত্তেফাক/জেডএইচ