তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। প্রথম ম্যাচেই বৃষ্টি বাগড়া দিয়েছে। আর তাই বন্ধ রয়েছে খেলা। ম্যাচের ৪.৩ ওভার খেলা মাঠে গড়ানোর পরই শুরু হয় বৃষ্টি।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান তুলেছে নিউজিল্যান্ড। উইল ইয়ং ৩ ও ফিন অ্যালেন ৫ রানে ব্যাটিংয়ে রয়েছেন। এরপর বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় খেলা।
এদিন অবশ্য টস অনুষ্ঠিত হওয়ার ঠিক পরপরই বৃষ্টি হয়। তবে দ্রুতই থেমে যায়। তাই নির্ধারিত সময়েই শুরু হয়েছিল ম্যাচটি। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচের এ সময়ে বৃষ্টির সম্ভাবনা ছিল ৩৬ শতাংশ।