সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নরকিয়া-মাগালা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৯

বিশ্বকাপ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার দলে ইনজুরির হানা। চোটের বিশ্বকাপ থেকে কারণে ছিটকে গেছেন পেসার আনরিখ নরকিয়া ও পেস বোলিং অলরাউন্ডার সিসান্দা মাগালা। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চোটে পড়া নরকিয়া ও মাগালার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের আগে ঘোষিত প্রাথমিক দলে ছিলেন দুজন। হালনাগাদকৃত স্কোয়াডে তাদের জায়গায় সুযোগ পেয়েছেন পেসার লিজাড উইলিয়ামস ও পেস বোলিং অলরাউন্ডার আন্দিল ফেলুকওয়ায়ো।

ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রোটিয়ারা প্রথম ম্যাচটি খেলবে আগামী ৭ অক্টোবর। দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তারা। চারবার সেমিফাইনাল খেললেও বিশ্বকাপের শিরোপা জিততে পারে নাই তারা।

ইত্তেফাক/জেডএইচ