বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এমএসএইচ-নেটওয়ার্ক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৭

এমএসএইচ-নেটওয়ার্ক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাবি,চাবি,জাবি,রবি সাধারণ গুচ্ছ ও সমন্বিত কৃষি ও মেডিক্যালে ২ হাজার ৫০০ শিক্ষার্থী চান্সপ্রাপ্তির রেকর্ড নিয়ে নেটওয়ার্ক গ্রান্ড সেলিব্রেশন অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. সাদেকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী মোখলেসুর রহমান মুকিত, বদরুল হাসান রিয়াদ ও অধিকার টিভির প্রধান নির্বাহী নাহিদ হাসান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন এমএসএইচ-নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা এবং লেখক সম্পাদক ও প্রাণিসম্পদ বিজ্ঞানী মো. হোসেন আলী, বায়োলজি কিলার্স-এর ফাউন্ডার মেহফুজ আহমেদ ও ফিজিক্স হান্টার্স-এর ফাউন্ডার সুমন হোসেন। 

অনুষ্ঠানে এমএসএইচ-এর পক্ষ থেকে এবছরের কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ শিক্ষা বৃত্তি ও মেডেল বিতরণ করা হয়। 

ইত্তেফাক/এএএম