রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ডিজিটাল নিরাপত্তায় কিশোরীদের সচেতনতাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক-এর কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলার শিল্পকলা একাডেমিতে ‘ডিজিটাল নিরাপত্তায় কিশোরী মেয়েদের সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। 

মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিসিএ কার্যালয় নিয়ন্ত্রক (যুগ্মসচিব) এ.টি.এম জিয়াউল ইসলাম। 

এ ছাড়াও মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মার্জিয়া সুলতানা, জেলা শিক্ষা অফিসার মো. হাবিউল্লাহ খান, ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল হক, মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামূল হক খান, চরমুগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হাসান, শামসুন্নাহার ভুইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমারুতুন্নেসাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।

ডিজিটাল নিরাপত্তায় কিশোরী মেয়েদের সচেতনতাবিষয়ক সেমিনারে অংশগ্রহণ করেন ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়, সামসুন্নাহার ভুইয়া বালিকা উচ্চ বিদ্যালয়, চরমুগিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৫০ জন কিশোরী শিক্ষার্থী। 

সেমিনারে ডিজিটাল নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ, ডিজিটাল অপরাধ ও আইনের ব্যাখ্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদে বিচরণের কৌশল, অপরাধ সংঘটিত হলে তা থেকে পরিত্রাণের উপায়, সহায়তা পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের নম্বর এবং অভিযোগ করার সুনির্দিষ্ট পদ্ধতি সম্পর্কে জানানো হয়। 

সেমিনারে উপস্থিত কিশোরী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা। সেমিনারে আলোচিত বিষয়ের ওপর একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কার হিসেবে সাইবার নিরাপত্তাবিষয়ক বই প্রদান করা হয়। মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে সেমিনারে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।

ইত্তেফাক/পিও