রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গুলশানে বহুতল ভবনে আগুন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৭

রাজধানীর গুলশান-১ এর একটি ৮ তলা ভবনের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

জসিম জানান, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১ টা ৩৮ মিনিটে গুলশান ১ নম্বর এলাকায় ৩ নম্বর রোডের ৫০ নম্বরের ৮ তলা ভবনের ৪ তলায় আগুন লাগার ঘটনা ঘটে।  সংবাদ পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি এবং বারিধারা ফায়ার স্টেশন ২টি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে।

সর্বশেষ রাত তিনটায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য পায়নি ফায়ার সার্ভিস।

ইত্তেফাক/এএইচপি