বিশ্বকাপ দল ঘোষণার ঠিক একদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কারিগরি কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন মোহাম্মদ হাফিজ। খবর জি সুপাারের।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে পিসিবি থেকে বিষয়টি তিনি নিজেই জানান। তিনি উল্লেখ করেন, ‘পাকিস্তান ক্রিকেটের টেকনিক্যাল (কারিগরি) কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি একজন সম্মানিত সদস্য হিসেবে কাজ করেছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য জাকা আশরাফকে ধন্যবাদ দিতে চাই। তিনি যদি পাকিস্তান ক্রিকেটের প্রয়োজনে আমার কোনো পরামর্শ চায়, তাহলে সাহায্য করার জন্য সবসময় আমি প্রস্তুত আছি। পাকিস্তান ক্রিকেটের জন্য শুভকামনা।’